ভুলে যাওয়া বিষয়টিই কোন মানুষের জন্যই প্রীতিকর নয়, আর পাসওয়ার্ড ভুলে যাওয়া সম্ভবত সবচাইতে বেশি অপ্রতিকর ঘটনা গুলোর মধ্যে একটি। তবুও যেহেতু ‘মানুষ মাত্রই ভুল করে থাকে’, তাই মাঝে মাঝে আমরা পাসওয়ার্ডও ভুলে যেতেই পারি। কিন্তু নিশ্চয়ই সেই ভুল সংশোধন করারও উপায় থেকেই যায়? আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে, ‘ভুলে যাওয়া উইন্ডোজ পাসওয়ার্ড রিসেট করার’ সবচাইতে সহজ উপায় সম্পর্কে।পদ্ধতিঃশেষ কথাঃআমরা সিম্পলি কমান্ড লাইন ট্রিকের মাধ্যমেই উইন্ডোজের পাসওয়ার্ডটি রিসেট করবো।প্রথমে বুটেব্যল পেনড্রাইভ বা উইন্ডোজ ডিভিডি কম্পিউটারে সংযুক্ত করে কম্পিউটার বুট করুন এবং নিচের চিত্রের মত একটু উইন্ডো দেখতে পেলে সেখানে থেকে “Repair your computer” সিলেক্ট করুন।

এরপর পরবর্তী ধাপে নিচের চিত্রের মত উইন্ডো পেলে “Command Prompt “ সিলেক্ট করুন।

প্রথমে নিচের কোডটি কমান্ড প্রম্পটে লিখুনঃcopy c:\windows\system32\sethc.exe c:\
এরপর, নিচের কোডটি লিখুনঃcopy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe
হয়তো অনেকেই এই ছোট্ট ট্রিকসটি জানতেন, তবে যারা জানতেন না তাদের আশা করি কাজে আসবে এই ছোট্ট টিউটোরিয়ালটি। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।
No comments:
Write comments