Showing posts with label Technews. Show all posts
Showing posts with label Technews. Show all posts

Saturday, April 2, 2016

সাইবার নিরাপত্তা দিতে চীনে নতুন সরকারি সংস্থা

সাইবার নিরাপত্তার বিষয়টি দিনদিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে নানা ধরনের সাইবার হামলার কারণে। 
আর তাই চীনে সরকারি উদ্যোগে প্রথমবারের মতো চালু করা হয়েছে সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা। নতুন এই সংস্থাটির নাম চায়না অ্যাডমিনিস্ট্রেশন অব সাইবারস্পেস। 
জাতীয় ক্ষেত্রে সাইবার নিরাপত্তা প্রদানের পাশাপাশি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করবে এই সংস্থা। এ খবর জানিয়েছে গ্লোবাল টাইমস। দারুন একটা গেমস -zombie Roadkill
গতকাল শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে যাত্রা শুরু করে এই সংস্থা। এই সংস্থার সঙ্গে কাজ করবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। 
এই সংস্থা নাগরিকদের সাইবার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতন করবে। সেই সঙ্গে প্রযুক্তি জগতের উন্নয়নে চীনের বাকি সব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে মিলে কাজ করবে। এ ছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করবে এই সংগঠন।    

নতুন এই সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে চায়না অ্যাডমিনিস্ট্রেশন অব সাইবারস্পেসের উপপরিচালক ওয়াং জিউজুন আশা প্রকাশ করেন, এই সংস্থা চীনের জাতীয় সাইবার নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে। চীনের ইন্টারনেট ব্যবস্থাকে শক্তিশালী ও নিরাপদ রাখার জন্য কাজ করবে প্রতিষ্ঠানটি। 

গত মাসে চীনা সরকার সাইবার নিরাপত্তার জন্য ৩০০ মিলিয়ন চীনা ইউয়ান বরাদ্দ করে।

‘এপ্রিল ফুলে’ নিজেই বোকা বনল গুগল

‘এপ্রিল ফুল’ বলে পরিচিত এপ্রিল মাসের প্রথম দিনে গ্রাহকদের বিশেষ কিছু দিতে চেয়েছিল গুগল। বিশ্বের অন্যতম ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান বিশেষ সুবিধা দেয়। মেইল পাঠানোর মধ্যে দিয়েই বন্ধুদের বোকা বানানো যায় এমন ব্যবস্থায় হিতে বিপরীত ঘটেছে। বন্ধুত্ব নষ্ট, চাকরি হারানোসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে গুগল এটি সরিয়ে নিয়েছে।
বিবিসি ও ইনডিপেনডেন্ট জানিয়েছে, আজ পহেলা এপ্রিল উপলক্ষে মেইলে বিশেষ সেবা চালু করে গুগল মেইল। এর মাধ্যমে কাউকে পাঠানো মেইলে একটি মিনিয়ন কার্টুন চরিত্র দেখা যায়। ওই মিনিয়নটির হাতে থাকে মাইক্রোফোন।
গুগলের মেইল সেন্ড বাটনের পাশেই রাখা হয় মিনিয়ন পাঠানোর বাটন। অনেকে ভুলবশত গুরুত্বপূর্ণ মেইলেও মিনিয়ন বাটনে চাপ দেন।
জানা গেছে, মিনিয়ন পাঠানোর বিশেষ ব্যবস্থায় ত্রুটি থাকায় মেইল যাকে পাঠানোর হয় তার কাছ থেকে আর কোনো উত্তর সরাসরি প্রেরকের কাছে পৌঁছায় না। তবে অল মেইলে তা জমা হয়। মেইল যোগাযোগ ব্যাহত হওয়ায় অনেকে গুগলের ফোরামে অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারীদের অনেকে বলেন, মেইলের সমস্যার কারণে তাঁদের অফিসের কার্যক্রম ব্যাহত হয়েছে। কেউ অভিযোগ করেছে, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে তাঁদের সম্পর্ক নষ্ট হয়েছে। একজন আবার অভিযোগ করেছেন, নির্দিষ্ট সময়ে যোগাযোগে ব্যর্থ হওয়ায় তাঁর চাকরি গেছে।
গুগল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে ‘এপ্রিল ফুলের’ এই বিশেষ সেবাটি বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে বলা হয়েছে, এপ্রিল ফুলের মজা করতে গিয়ে তারা নিজেরাই বোকা বনেছে।

Friday, April 1, 2016

উইন্ডোজে আসছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ‘ইউনিভার্সাল অ্যাপ’

সব রকমের ডিভাইসে উইন্ডোজ টেন উন্মুক্ত করার পর মাইক্রোসফটের অন্যতম একটি লক্ষ্য ছিল এই অপারেটিং সিস্টেমের জন্য যত বেশি সম্ভব ইউনিভার্সাল অ্যাপ তৈরি করা। এবার একই সঙ্গে তিনটি অ্যাপ যোগ হচ্ছে এ তালিকায়। 
বুধবার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত মাইক্রোসফটের ডেভেলপার সম্মেলন ‘বিল্ড ২০১৬’-তে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, খুব শিগগির উইন্ডোজ টেন ব্যবহারকারীরা হাতে পেতে যাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ইউনিভার্সাল অ্যাপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল-এর একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

এতে কোনো সন্দেহ নেই, এটি মাইক্রোসফটের জন্য বিশাল এক অর্জন হতে যাচ্ছে। কারণ, এই এক ইউনিভার্সাল অ্যাপ একই সঙ্গে কম্পিউটার, ট্যাব ও স্মার্টফোন, অর্থাৎ উইন্ডোজ টেনে অপারেটিংয়ে চালিত সব ডিভাইসেই চলবে। যার ফলে সব ডিভাইসের জন্য আলাদা অ্যাপের আর কোনো দরকার থাকবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ নিয়ে উইন্ডোজ হ্যান্ডসেটের যে দৈন্য এতদিন ছিল, তা-ও এর মাধ্যমে কেটে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা বর্তমানে ইনস্টাগ্রামের যে সংস্করণটি ব্যবহার করেন, সেটি আসলে ‘ইনস্টাগ্রাম বেটা’। মোটামুটি অনেক ফিচারই এখানে অনুপস্থিত, যার মধ্যে অন্যতম হচ্ছে ভিডিও ফিচার। 

অন্যদিকে আইওএস ও অ্যানড্রয়েড গ্রাহকরা ইনস্টাগ্রামের আসল অ্যাপটিই ব্যবহার করছেন, যেখানে বর্তমানে ৬০ সেকেন্ড দীর্ঘ পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। 

এ ছাড়া উইন্ডোজ টেনের নতুন মেসেঞ্জার কেমন হবে, সে ব্যাপারেও ধারণা পাওয়া গেছে একটি ছবি থেকে। মার্চের প্রথম দিকে মাইক্রোসফটের উইন্ডোজ অ্যাপ স্টোরে থাকা একটি বেটা মেসেঞ্জার থেকে ধারণা পাওয়া গেছে এ ব্যাপারে। 

Categories

  • Technews