Tuesday, October 18, 2016

Bluehost Vs Godaddy!! Which one is best??


Saturday, September 24, 2016

What happens, if Google has stopped for 30 minutes ?

 
Dear Community After all, my sincere greetings and best wishes to all the lovers of technology and constant dependence on Google's been making in real life, the impact of the 30 minutes of inaction, I tuned in today.We are all more or less rely on Google. When we first open the browser computer because when we started the search with Google. Google never ever thought this was closed for 30 minutes, then the impact of our real lives? Before sharing a little information on this topic can not resist the temptation. That is, 013 in August, Google stopped for 3 minutes once was. Information is surprising just 3 minutes was reduced to 40% of all internet traffic. Such an event occurred in May 009. Now think of the 016, or at a later time if Google is at least 30 minutes off what will happen? Today's post is a technology-based, but it tuned as part of the tech-humor urge everyone to read. Because I too was a tech-humor writing. This is the tune that want to meet a little hobby. Let's take a look, but do not increase what if Google is off for 30 minutes?First, one can not believe it!First, one can not believe that Google is not working. As a result, the first few minutes, everyone will be busy to check their internet connection. Some Internet Service Providers will issue the call. Some of them will start dwelling on the computer's hardware error. You can easily believe that the habitat of this event?When the belief thatSome people will know when Google closed. Then again, some people will trust and distrust between. They are desperate to Google's home page will reload when it will work. Because while there is no such thing when he feels the need for more people. And when they do, they will realize that taking off yegugala

    
People around the world will be busy to share a Google server error screen. For example, Error 500!

    
Facebook's news feed can be stopped with a storm arose. As to the issue, such as terrorism, Indian elephant, rape, corruption, everything will be lost under Google.
    
People will begin to inquire about alternative search engines. But with what look? Most people do not know because I have search engines besides Google. Imagine how many search engine itself, you know?

    
Injinagulote Microsoft Bing and Yahoo search traffic overflow. Because they know what happened on their last hope.
    
DuckDuckGo (a search engine, which is not tracked) will be busy promoting themselves as the search engines. Some people think it is good for Google closed, apatato people will no longer be tracked.

    
Many Internet applications that run using the Google service will stop working. And the whole world into Gmail because of the trade and commerce would collapse.

    
Not just Google, most of them rely on the services of SEO companies in the world that would be.
    
People who use Google Map in the middle of the road, the road may be lost.

    
YouTube lovers will sit and sulk while rivals Google will sing for joy. Some will be busy preparing several normally created to troll.

    
But still cainate not be a problem. Tell me why?Google will then come back in againGoogle to resolve the problem when they come back, when the first analysis of this problem will be a press briefing. Technology lovers around the world will try to solve a variety of reasons. Tiumenta without knowing that they are true or false. Some of the hackers who have spread the story to be known that this incident is behind their hands. Bangladeshi hacker group can claim this achievement. Not surprisingly. Which also can be

    
One can megatiuna tekatiunase sanima mahabira tuner Fahad, Google is dependent on how technology world.
    
The fall of the world's media will begin to split hairs about what Khan was up to. Why is it, again, whether, in this case, if the information had been hacked. Sensetibha countries and individuals will be forbidden to sleep over night duhcintaya leaks.
    
Many people will start dwelling on the Google option. Alternatively, they will all Google services. In essence gharapora simdure clouds afraid of cows.
    
Technology blogs will come from many well-known article, "Google went down for 30 minutes. You will not believe what happened next. "Or" 10 things to do when Google goes down the next time ". And some, like my own translation tekatiunase hid tuner will tune.Although it's a tech-humor, however, anything can happen in the near future. So everything should be open to an alternative way. Because it's foolish to rely entirely on anything. We know that there is no alternative to Google. But we can not think of danger at the moment is something other than Google. However, I hope you have fun. If you like having fun and down buttons to tune (the tune nomination), do not forget to press



Saturday, April 2, 2016

সাইবার নিরাপত্তা দিতে চীনে নতুন সরকারি সংস্থা

সাইবার নিরাপত্তার বিষয়টি দিনদিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে নানা ধরনের সাইবার হামলার কারণে। 
আর তাই চীনে সরকারি উদ্যোগে প্রথমবারের মতো চালু করা হয়েছে সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা। নতুন এই সংস্থাটির নাম চায়না অ্যাডমিনিস্ট্রেশন অব সাইবারস্পেস। 
জাতীয় ক্ষেত্রে সাইবার নিরাপত্তা প্রদানের পাশাপাশি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করবে এই সংস্থা। এ খবর জানিয়েছে গ্লোবাল টাইমস। দারুন একটা গেমস -zombie Roadkill
গতকাল শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে যাত্রা শুরু করে এই সংস্থা। এই সংস্থার সঙ্গে কাজ করবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। 
এই সংস্থা নাগরিকদের সাইবার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতন করবে। সেই সঙ্গে প্রযুক্তি জগতের উন্নয়নে চীনের বাকি সব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে মিলে কাজ করবে। এ ছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করবে এই সংগঠন।    

নতুন এই সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে চায়না অ্যাডমিনিস্ট্রেশন অব সাইবারস্পেসের উপপরিচালক ওয়াং জিউজুন আশা প্রকাশ করেন, এই সংস্থা চীনের জাতীয় সাইবার নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে। চীনের ইন্টারনেট ব্যবস্থাকে শক্তিশালী ও নিরাপদ রাখার জন্য কাজ করবে প্রতিষ্ঠানটি। 

গত মাসে চীনা সরকার সাইবার নিরাপত্তার জন্য ৩০০ মিলিয়ন চীনা ইউয়ান বরাদ্দ করে।

‘এপ্রিল ফুলে’ নিজেই বোকা বনল গুগল

‘এপ্রিল ফুল’ বলে পরিচিত এপ্রিল মাসের প্রথম দিনে গ্রাহকদের বিশেষ কিছু দিতে চেয়েছিল গুগল। বিশ্বের অন্যতম ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান বিশেষ সুবিধা দেয়। মেইল পাঠানোর মধ্যে দিয়েই বন্ধুদের বোকা বানানো যায় এমন ব্যবস্থায় হিতে বিপরীত ঘটেছে। বন্ধুত্ব নষ্ট, চাকরি হারানোসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে গুগল এটি সরিয়ে নিয়েছে।
বিবিসি ও ইনডিপেনডেন্ট জানিয়েছে, আজ পহেলা এপ্রিল উপলক্ষে মেইলে বিশেষ সেবা চালু করে গুগল মেইল। এর মাধ্যমে কাউকে পাঠানো মেইলে একটি মিনিয়ন কার্টুন চরিত্র দেখা যায়। ওই মিনিয়নটির হাতে থাকে মাইক্রোফোন।
গুগলের মেইল সেন্ড বাটনের পাশেই রাখা হয় মিনিয়ন পাঠানোর বাটন। অনেকে ভুলবশত গুরুত্বপূর্ণ মেইলেও মিনিয়ন বাটনে চাপ দেন।
জানা গেছে, মিনিয়ন পাঠানোর বিশেষ ব্যবস্থায় ত্রুটি থাকায় মেইল যাকে পাঠানোর হয় তার কাছ থেকে আর কোনো উত্তর সরাসরি প্রেরকের কাছে পৌঁছায় না। তবে অল মেইলে তা জমা হয়। মেইল যোগাযোগ ব্যাহত হওয়ায় অনেকে গুগলের ফোরামে অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারীদের অনেকে বলেন, মেইলের সমস্যার কারণে তাঁদের অফিসের কার্যক্রম ব্যাহত হয়েছে। কেউ অভিযোগ করেছে, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে তাঁদের সম্পর্ক নষ্ট হয়েছে। একজন আবার অভিযোগ করেছেন, নির্দিষ্ট সময়ে যোগাযোগে ব্যর্থ হওয়ায় তাঁর চাকরি গেছে।
গুগল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে ‘এপ্রিল ফুলের’ এই বিশেষ সেবাটি বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে বলা হয়েছে, এপ্রিল ফুলের মজা করতে গিয়ে তারা নিজেরাই বোকা বনেছে।

Friday, April 1, 2016

উইন্ডোজে আসছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ‘ইউনিভার্সাল অ্যাপ’

সব রকমের ডিভাইসে উইন্ডোজ টেন উন্মুক্ত করার পর মাইক্রোসফটের অন্যতম একটি লক্ষ্য ছিল এই অপারেটিং সিস্টেমের জন্য যত বেশি সম্ভব ইউনিভার্সাল অ্যাপ তৈরি করা। এবার একই সঙ্গে তিনটি অ্যাপ যোগ হচ্ছে এ তালিকায়। 
বুধবার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত মাইক্রোসফটের ডেভেলপার সম্মেলন ‘বিল্ড ২০১৬’-তে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, খুব শিগগির উইন্ডোজ টেন ব্যবহারকারীরা হাতে পেতে যাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ইউনিভার্সাল অ্যাপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল-এর একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

এতে কোনো সন্দেহ নেই, এটি মাইক্রোসফটের জন্য বিশাল এক অর্জন হতে যাচ্ছে। কারণ, এই এক ইউনিভার্সাল অ্যাপ একই সঙ্গে কম্পিউটার, ট্যাব ও স্মার্টফোন, অর্থাৎ উইন্ডোজ টেনে অপারেটিংয়ে চালিত সব ডিভাইসেই চলবে। যার ফলে সব ডিভাইসের জন্য আলাদা অ্যাপের আর কোনো দরকার থাকবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ নিয়ে উইন্ডোজ হ্যান্ডসেটের যে দৈন্য এতদিন ছিল, তা-ও এর মাধ্যমে কেটে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা বর্তমানে ইনস্টাগ্রামের যে সংস্করণটি ব্যবহার করেন, সেটি আসলে ‘ইনস্টাগ্রাম বেটা’। মোটামুটি অনেক ফিচারই এখানে অনুপস্থিত, যার মধ্যে অন্যতম হচ্ছে ভিডিও ফিচার। 

অন্যদিকে আইওএস ও অ্যানড্রয়েড গ্রাহকরা ইনস্টাগ্রামের আসল অ্যাপটিই ব্যবহার করছেন, যেখানে বর্তমানে ৬০ সেকেন্ড দীর্ঘ পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। 

এ ছাড়া উইন্ডোজ টেনের নতুন মেসেঞ্জার কেমন হবে, সে ব্যাপারেও ধারণা পাওয়া গেছে একটি ছবি থেকে। মার্চের প্রথম দিকে মাইক্রোসফটের উইন্ডোজ অ্যাপ স্টোরে থাকা একটি বেটা মেসেঞ্জার থেকে ধারণা পাওয়া গেছে এ ব্যাপারে। 

ব্লগস্পট টেম্পলেট/থিম ডিজাইন পার্ট-১

আসসালামুয়ালাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের (নতুনদের) ওয়াপ ডেপলামেন্ট শিখানোর চেস্টা করি। যদি কেউ মনে কষ্ট পেয়ে বা ভূল বুঝে থাকে তাহলে ক্ষমার ছোখে দেখবেন।



সাইট সুন্দর ও পাথকের মন জয় করার প্রথম ধাপই আমি মনে করি সাইটের ডিজাইন/থিম এর উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়। তাই সাইটের সুন্দর ডিজাইন ও নিয়মিত সাইটের আপগ্রেড থাকলে আপনার সাইট এলেক্সা রেকিং্যে এগিয়ে নিতে সাহায্য করে।

তাই আজ আপনাদের জন্য কিছু সুন্দর SEO রিলেটেড থিম নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। থিম গুলা ডাওনলোড লিংক অফিশিয়াল তাই কিছু মনে করবেন না বা কেউ স্পাম্প মনে করবেন না।

১) আলোচনা করব Palki 2 - Responsive Blogger Template এই থিমটা নিয়ে J


এটা অনেক সুন্দর একটা থিম আমার কাছে খুব ভালো লাগেছে তাই এটা নিয়েই আজকে আলোচনা করব J
এটার মোবাইল ভার্সন সহ আছে তাইলে দেখতে পারেন। মোবাইল ভার্সন খুব সুন্দর ও অনেক সহজ। তাই এটা আপনার সাইটকে মোবাইল ভার্সনে পাঠকে খুব সুন্দর ও ঝামেলা ছাড়া পোস্ট পরতে সেয়ার করতে কমেন্ট করতে সহজ ভাবে সাহায্য করবে ।

এই থিমের কিছু ফিচার নিয়ে আলোচনা করি J
১) সার্চ বক্স
২) No Encrypted Scripts
3) Custom 404 Error Page
4) Google Comment
5) Related Post
6) Numbered Page Navigation
7) Ads Ready
8) Unlimited Colors
9) Social Icon
10) Drop Down Menu
11) Easy Admin Panel

থিম অনেক ইজি করে সেটাপ করা শিখিয়ে দেব পরবর্তি পোস্টে।



Wednesday, March 30, 2016

অ্যাপস দিয়ে ল্যান্ডফোনেও ‘কল’ করা যাবে

সেদিন আর বেশি দূরে নয় যেদিন অ্যাপস দিয়েই ফোন দেয়া যাবে যেকোনো মোবাইল নম্বরে অথবা ল্যান্ড ফোনে। পাশ্ববর্তী দেশ ভারতে এই সুবিধা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ভারত সরকারের আন্তঃমন্ত্রণালয় প্যানেল দ্বারা জনপ্রিয় ইন্টারনেট অ্যাপস (স্কাইপ, হোয়াট’স অ্যাপ অথবা ভাইবার) এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং টেলিফোন অপারেটরদের মধ্যে একটি অভ্যন্তরীণ চুক্তির ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
এই বৈঠকের ফলাফল আসলে সবচে কম খরচে কথা বলা যাবে। এই কল চার্জ সাধারণ ইন্টারনেট ব্যবহারের ডাটা চার্জের মতো হবে। যদিও দেশের বহু অংশে এখনও ইন্টারনেট সংযোগ দুর্বল সেসব অংশে সরকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাড়ানোর চিন্তা করছে। 
মুকেশ আম্বানির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) রিলায়েন্স জিও ইনফোকম এ সেবা চালু করার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। ৪জি নেটওয়ার্কের আওতায় সরাসরি কথা বলা যাবে। 
মন্ত্রণালয়ের অনুমতি মিলে গেলে এই সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যেকোনো এমটিএনএল অথবা বিএসএনএলের ল্যান্ডফোনে ফোন দেয়া যাবে। এছাড়া অন্যান্য মোবাইল সার্ভিস প্রতিষ্ঠান যেমন এয়ারটেল, ভোডাফোন অথবা আইডিয়া সেলুলারেও ফোন দেয়া যাবে। 
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এই প্রক্রিয়াটি আন্তঃমন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছে। অনুমতি হয়ে গেলে এর কার্যক্রম দ্রুত শুরু হবে।’ 
ডিলইটের টেলিকম গবেষক হিমান্ত জোসি বলেন, ‘সরকার প্রধান নীতির অংশ হিসেবে ইন্টারনেট এবং ইন্টারনেট বিহীন ফোনগুলোর মধ্যে একটি অভ্যন্তরীণ যোগাযোগ সৃষ্টির চেষ্টা করছে।’ যদিও এক্ষেত্রে গ্রাহকরা লাভবান হলেও নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন থেকে যায়। 
প্রতিনিয়ত ইন্টারনেটের মাধ্যমে কথোপকথনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এতে স্মার্টফোনের বিক্রিও বাড়ছে। তবে দেশিয় যোগাযোগের চেয়ে দেশের বাইরে কথা বলতেই বেশি ব্যবহৃত হচ্ছে অ্যাপসগুলো।  

Categories