আমাদের মধ্যে এমন ব্যক্তি অনেক আছেন যাদের ইন্টারনেটের বেশিরভাগ সময়ই কেটে যায় ইউটিউবে। এদের অনেকেই জানেন ভিডিও দেখার সময় কিভাবে দ্রুত এক অপশন থেকে অন্যটিতে যেতে হয়।
তবে একজন সাধারণ ব্যবহারকারী ডেস্কটপে বা ল্যাপটপে ইউটিউব ভিডিও দেখতে মাউস ব্যবহার করে থাকেন। এ জন্য তাকে কয়েকবার ক্লিক করতে হয়। চাইলে মাউস ব্যবহার ছাড়াই খুব সহজে কিছু শর্টকাট বাটনের সাহায্যে ভিডিও দেখার কাজ করে ফেলা যায়।
এমনই কিছু প্রয়োজনীয় ও চমৎকার পাঁচটি শর্টকাট কী দিয়ে সাজানো হয়েছে এ টিউটোরিয়াল।
ব্যাকওয়ার্ডে ভিডিও টানা
ইউটিউবে ভিডিও দেখার সময় প্রায়ই ভিডিওয়ের পিছনে টেনে দেখার প্রয়োজন হয়। তখন মাউস চেপে তা করতে হয়। কিবোর্ড থেকে শুধু মাত্র ‘j’ বাটনে ক্লিক করেই ১০ সেকেন্ড ব্যাকওয়ার্ডের ভিডিও দেখা সম্ভব।
ফরোওয়ার্ডে ভিডিও
ভিডিও প্রায়ই টেনে দেখার প্রয়োজন হয়। তখন কিবোর্ডের অ্যারো বা মাউস ক্লিক না করে শুধু ‘L’ বাটন চাপলেই হবে।
আরও সহজে ভিডিও টানা
ধরুন আপনি একটি ভিডিও ৮০ শতাংশ পর থেকে দেখতে চান। সেক্ষেত্রে কিবোর্ড থেকে ‘৮’-এ ক্লিক করলে হবে। তেমনি যদি ৩০ শতাংশ থেকে টেনে দেখতে চান সেজন্য ‘৩’ ক্লিক করতে হবে। এভাবে নম্বরগুলো কাজ করবে। ‘o’ স্পেস করলে ভিডিওটি পুনরায় শুরু হবে।
ভিডিও প্লে বা পস
ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক সময় ভিডিওটি থামানোর প্রয়োজন হয়। এ জন্য স্পেসবার বা ‘k’ বাটনে ক্লিক করতে হবে।
ভিডিও থামানোর পর আবার একই বাটনে স্পেস করলে তা চালু হবে।
No comments:
Write comments