Friday, January 15, 2016

অনলাইন হয়রানি ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে জোট বেঁধেছে লেডি গাগা



চিপ জায়ান্ট ইনটেল, ভক্স মিডিয়া, রি/কোড এবং মার্কিন পপ তারকা লেডি গাগার অলাভজনক প্রতিষ্ঠান ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’ অনলাইনে হয়রানি ঠেকাতে জোট বেঁধেছে।
lady_gaga
সাইবার হয়রানি ঠেকানোর লক্ষ্যে জোটবদ্ধ প্রতিষ্ঠানগুলো ‘হ্যাক হ্যারাসমেন্ট’ নামে একটি উদ্যোগ নিয়েছে। ‘হ্যাক হ্যারাসমেন্ট’ এর মূল লক্ষ্য হচ্ছে, অনলাইন অভিজ্ঞতাকে আরও নিরাপদ করা। অনলাইন হয়রানি প্রসঙ্গে ইনটেল-এর প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ এক বিবৃতিতে বলেন, “অনলাইনে হয়রানি ও বিদ্বেষপূর্ণ আচরণের পরিসর ব্যাপক।
আমাদের মনে রাখতে হবে প্রতিটি ডিভাইস, গেম, সেন্সর বা নেটওয়ার্কের পেছনে একজন অনুভূতিসম্পন্ন রক্তমাংসের মানুষ রয়েছেন এবং প্রকৃত অর্থেই তার নিরাপত্তার প্রয়োজন রয়েছে।” জোটবদ্ধ ওই চার অংশীদার প্রতিষ্ঠান ইতোমধ্যেই এক জরিপ চালিয়েছে। জরিপের ফলাফল থেকে জানা গেছে, ৬০ শতাংশ প্রযুক্তি পেশাদার মনে করেন, অনলাইনে হয়রানি ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না।
নতুন ‘হ্যাক হ্যারাসমেন্ট’ উদ্যোগের আওতায় প্রযুক্তি প্রতিষ্ঠান ও মিডিয়া প্রতিষ্ঠানগুলো ধারাবাহিক হ্যাকাথন আয়োজনের পরিকল্পনা করছে যার মাধ্যমে অনলাইন হয়রানি বন্ধে সচেতনতা বাড়ানো যাবে।

No comments:
Write comments

Categories