Tuesday, January 19, 2016

জেনে নিন কিভাবে ফ্রি ডাউনলোড করবেন হাই রেসুলেশন ফটো

free download

আমরা যখন গ্রাফিক ডিজাইন করি তখন ছবি নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, সেটা ব্রশিউর হোক অথবা লিফট লেট, অথবা ফ্লাইয়ার অথবা অন্য কোন ডিজাইন যেসব ডিজাইন এ ছবি ব্যবহার করতে হয়। আমরা গুগল এ ইমেজ এ গিয়া সার্চ দেই, কিছু ইমেজ পাই কিন্তু দেখা যায় যেগুলি পছন্দ হয় না সেগুলির রেসুলেশন ভাল থাকে আর যেগুলি পছন্দ হয় সেগুলির রেসুলেশন ভাল থাকে না তাই যেভাবে চাওয়া হয় সেভাবে ডিজাইন করা যায় না। এখানে আমি কিছু ফ্রি ওয়েব সাইট এর লিঙ্ক দিয়ে দিচ্ছি যে সব ওয়েব সাইট এর মাধ্যমে আপনি ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং আপনার প্রয়োজন মত ইমেজ খুজে সেগুলি ডাউনলোড করতে পারবেন এবং সেই ইমেজ এর কোয়ালিটি অনেক ভাল আপনি অনেক বড় সাইজ এর ডিজাইন ও সেই ইমেজ ব্যবহার করতে পারবেন। বলে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন।
১. প্রথমেই দিচ্ছি http://morguefile.com/ এই অ্যাড্রেসটি। এই ওয়েবসাইট এ ঢুকে আপনি সার্চ বক্স এ আপনার প্রয়োজন অনুযায়ী সার্চ দিবেন দেখবেন অনেক ইমেজ চলে আসবে। যেটা পছন্দ হবে সেটা ওপেন করে “Download image” এ ক্লিক করবেন। ইমেজ ডাউনলোড হয়ে যাবে।
২. http://photorack.net এই ওয়েবসাইট এ ঢুকলে ই কিছু ক্যাটাগরি দেখতে পাবেন। LIFE STYLE,NATURE,FOOD & COOKING এরকম ভাবে। ক্যাটাগরিতে ক্লিক করলে সাব ক্যাটাগরি আসবে সেখান থেকে আপনার প্রয়োজন মতো সাব ক্যাটাগরি নির্বাচন করে খুব সহজেই ছবি ডাউনলোড করা যাবে।
৩. http://public-domain-image.com এই ওয়েবসাইট থেকে ও আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছবি ফ্রি ডাউনলোড করতে পারবেন
৪. http://publicphoto.org এই ওয়েব সাইট এ আপনি গ্রাফিক ডিজাইন এর বিভিন্ন জিনিষ ডাউনলোড করতে পারবেন যেমন PSD file এর মধ্যে Button, form, GUI,Mobile তারপর ফ্রি Vector shape তারপর web template, logo template এরকম আর অনেক কিছু ফ্রি ডাউনলোড করতে পারবেন যা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়।
৫. http://pixabay.com এর মাধ্যমে আপনি অনেক ছবি ফ্রি ডাউনলোড করতে পারবেন, এখানে সেরাছ বক্স আছে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী ছবি খুজে নিতে পারবেন। এখানে কয়েকটা রেসুলেশন পাবেন ডাউনলোড করার জন্য, অরিজিনাল ছবি ডাউনলোড করতে হলে আপনাকে এই ওয়েবসাইট এ একটা অ্যাকাউন্ট খুলতে হবে।
৬. http://jeshoots.com এই ওয়েবসাইট এ অনেক প্রয়োজনীয় ছবি পাবেন। ক্যাটাগরি থেকে আপনার প্রয়োজন মতো ছবি ডাউনলোড করে নিতে পারেন। ক্যাটাগরিতে animale, architecture, city & street, device,food,light, nature,people এগুলি পাবেন যা গ্রাফিক ডিজাইন করতে হলে আমাদের প্রয়োজন হয়।
৭। http://travelcoffeebook.com/ এই ওয়েবসাইট এ ট্র্যাভেল বিষয়ক বিভিন্ন ছবি পাবেন যা বিভিন্ন ডিজাইন আমাদের প্রয়োজন হয়।
৮. http://pexels.com এই ওয়েবসাইট এ অনেক ছবি পাবেন, এই ওয়েব সাইট এ সার্চ বক্স আছে এখান থেকে আপনি আপনার ডিজাইন এর প্রয়োজন মতো ছবি ফ্রি ডাউনলোড করতে পারবেন।

No comments:
Write comments

Categories