ফেসবুকের ফটো সিঙ্কিং ফিচারটি অবশেষে বন্ধ করে দিয়েছে ফেসবুক। ফেসবুকের ফটো সিঙ্কিং ফিচারটি যে বন্ধ হয়ে যাবে তা গত বছরের ডিসেম্বরেই ঘোষণা করেছিল বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যমটি। ফটো সিঙ্কিং ফিচারের কারণে স্মার্টফোনে তোলা ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে আলাদা অ্যালবামে সিঙ্ক হত। কিন্তু এখন থেকে আর এমনটি হবে না।
এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা ফেসবুকের ফটো সিঙ্কিং ফিচারটি বন্ধ করে দিচ্ছি। ফটো সিঙ্কিং ফিচারটি আপনার মোবাইল ফোনে তোলা ছবিগুলোকে ফেসবুকের প্রাইভেট সেকশনে সিঙ্ক করত। অ্যালবামের ছবিগুলো শুধু ব্যবহারকারীই দেখতে পেত এবং ওখান থেকে পছন্দ অনুযায়ী ফেসবুকে আপলোড করতে পারত। ফিচারটি ২০১২ সালে চালু করা হয়েছিল।’
কিন্তু ফিচারটি বন্ধ হয়ে গেলে অ্যালবামের সেভড ছবিগুলোর কি হবে? ফেসবুক এর সমাধান বের করেছে। ফেসবুক কর্তৃপক্ষ এসব ছবি পুনরুদ্ধার করার জন্য দুটি উপায় বের করেছে। গত বছরের জুনে চালু হওয়া অ্যাপ্লিকেশন মোমেন্টস ফিচারটি ছবিটির কখন তোলা এবং কারা আছে তা নির্ধারণ করে আলাদা করবে। তারপর এটি ব্যক্তিগতভাবে শেয়ার করা ছবিগুলো বিভিন্ন গ্রুপে ভাগ করবে। অ্যাপটি আপনাকে সরাসরি ছবিগুলো ইনস্টাগ্রাম এবং আপনার মেসেঞ্জারে পাঠানোর সুযোগ করে দিবে।
তাছাড়া ফেসবুকে সিঙ্কড হওয়া ছবিগুলোকে আপনি স্মার্টফোন বা কম্পিউটারে জিপ ফাইলে ডাউনলোড করতে পারবেন।
No comments:
Write comments