Friday, January 15, 2016

নতুন আইওএস ৯.৩ ফিচারে স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লের আলো বদলাবে


টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ৯.৩ নতুন সংস্করণ উন্মুক্ত হতে যাচ্ছে। আর এই সংস্করণে থাকছে নতুন ফিচার।
night shift
নতুন সংস্করণের এই ফিচারের নাম ‘নাইট শিফট’। এই ফিচারটি দিনের বিভিন্ন সময় অনুযায়ী আইফোন, আইপ্যাডের ডিসপ্লের কালার পরিবর্তন করে দিবে। ফিচারটি আইপ্যাড বা আইফোনে থাকা কারেন্ট লোকেশন ব্যবহার করে ডিভাইসের ঘড়ি অনুযায়ী সূর্যাস্তের পর অর্থাৎ রাতে ডিসপ্লের আলো নমনীয় করবে। ফলে ব্যবহারকারীর রাতে স্ক্রিনে তাকিয়ে থাকতে চোখের অসুবিধা কম হবে।
গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন, ট্যাব বা অন্যন্য ডিভাইস রাতে ব্যবহারের ফলে ঘুমের সমস্যা দেখা যায়। কেননা স্ক্রিনে বিভিন্ন আলোর পরিবর্তন হয় যা চোখের জন্য অসুবিধাজনক। আর তাই ডিসপ্লের আলো যদি হালকা নীল আলো হয় তাহলে রাতের বেলা ব্রাউজিং চোখের জন্য কিছুটা সহজ হয়।
এই ধারণাটি জনপ্রিয় ম্যাক এবং উইন্ডোজ অ্যাপ এ রয়েছে।

No comments:
Write comments

Categories