অনেক আগেই স্যামসাং জানিয়েছিল, ১৪ ন্যানোমিটার চিপের এক্সিনোস প্রসেসর তৈরি করছে প্রতিষ্ঠানটি। কিন্তু সংবাদমাধ্যম এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি একই প্রক্রিয়ায় স্ন্যাপড্রাগন নির্মাতা কোয়ালকমের নতুন এক চিপ তৈরি করছে। স্যামসাংয়ের ফিনফেট ৩ডি স্ট্রাকচারে তৈরিকৃত দুটি চিপই শক্তি সাশ্রয় করে যা স্মার্টফোনের জন্য আদর্শ। স্যামসাং জানায়, প্রতিষ্ঠানটির নির্মিত দ্বিতীয় প্রজন্মের চিপগুলো প্রসেসর স্পিড ১৫ শতাংশ পর্যন্ত বাড়ায় আর ঐ একই রকম শক্তি সাশ্রয় করে। স্যামসাংয়ের তৈরিকৃত এক্সিনোস এবং কোয়ালকম চিপগুলো গ্যালাক্সী এস সিরিজের ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই প্রথম স্যামসাং এর প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানের চিপ তৈরি করছে বলে ঘোষণা করল, বিশেষত স্ন্যাপড্রাগন ৮২০ যেটি কিনা এখন স্মার্টফোনে ব্যবহার করা হচ্ছে।
সূত্র: এনগ্যাজেট
No comments:
Write comments