Thursday, February 4, 2016

চলতি বছরে পাঁচবার চন্দ্র এবং সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবে বিশ্ববাসী!



জ্যোতির্বিজ্ঞানে গ্রহণ বলতে
একটি খন্ডবস্তুর কারণে অন্য একটি
খন্ডবস্তুর আংশিক বা পূর্ণরুপে
আড়াল হওয়াকে বোঝায়। যাকে
প্রচ্ছায়া বা উপচ্ছায়াও বলেন
কেউ কেউ। সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণের
সঙ্গে কমবেশি সকলেই পরিচিত।
বছরে দু-একটি গ্রহণ দর্শনে অভ্যস্ত
আমরা।
তবে এ বছরে একটি বা দু’টি নয়,
একেবারে পাঁচটা গ্রহণ দেখা
যাবে। খবর আনন্দবাজার
পত্রিকার।
খবরে বলা হয়, এই পাঁচটা গ্রহণের
দু’টি গ্রহণ দেখতে পাওয়া যাবে
ভারত থেকে। আগামী ৯ মার্চে
আংশিক সূর্যগ্রহণ দেখতে পাওয়া
যাবে ভারতের উত্তর-পূর্বের
রাজ্যগুলো থেকে। ২৩ মার্চে
রয়েছে একটি চন্দ্রগ্রহণ। তবে এটি
ভারত থেকে দেখতে পাওয়া
যাবে না।
আবার ১৮ আগস্টে এবং ১
সেপ্টেম্বর রয়েছে আরও দুটি
চন্দ্রগ্রহণ। এই দু’টির কোনওটিই এ
দেশ থেকে দেখতে পাওয়া
যাবে না। সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ
হবে ১৬ সেপ্টেম্বর। আর এটা দেখান
যাবে পুরো ভারতবর্ষ জুড়েই।
ধন্যবাদ

No comments:
Write comments

Categories