Thursday, February 4, 2016

এক যুগ পাড়ি দিল ফেসবুক



ফেসবুক আমাদের সামাজিক
মাধ্যমের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যে,
সকালে ঘুম থেকে উঠে আমরা এর
মাধ্যমেই আশেপাশের সকল খবরাখবর
নিয়ে থাকি। সময়ের সাথে সাথে
মানুষ যেভাবে ব্যস্ত হয়ে পড়ছে,
সেখানে ফেসবুক আমাদের কাছের
মানুষদের সাথে যোগাযোগ রাখতে
সাহায্য করে।
আজ ফেসবুকের ১২তম জন্মদিন। ২০০৪
সালের ৪ ফেব্রুয়ারী এটি প্রথম
বিশ্ববাসীর সম্মুখে প্রদর্শন করা হয়।
আজ আমরা ফেসবুকের বিষয়ে
বিভিন্ন মজাদার তথ্য জানব-
১. মার্ক জুকারবার্গ এবং তার
হার্ভার্ড কলেজের বন্ধুগণ এডুয়ার্ডো
সাভেরিন, অ্যান্ড্রু ম্যাককলাম,
ডাস্টিন মস্কোভিজ এবং ক্রিস
হিউজেস মিলে এই প্রতিষ্ঠান শুরু
করেন। বর্তমানে সারা বিশ্বে ১.১৮
বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী
রয়েছে।
২. ২০০৩ সালে, মার্ক ফেসমাশ
নামের একটি প্রোগ্রাম তৈরি
করেন। যা হার্ভার্ড থেকে নয়টি
ঘরের মাঝে অনলাইন ফেসবুক থেকে
কম্পাইল ফটো ব্যবহার করে।
৩. যার ফলে, জুকারবার্গ
হার্ভার্ডের কম্পিউটার নেটওয়ার্ক
সুরক্ষিত এলাকার মধ্যে হ্যাক করে
রাখে।
৪. প্রথম চার ঘন্টার মধ্যে, ফেসমাশ
৪৫০ দর্শক এবং ২২,০০০ ফটো ভিউ করে।
৫. এটা হার্ভার্ড প্রশাসন দ্বারা
শাট ডাউন করা হয় এবং
জুকারবার্গকে নিরাপত্তা ভঙ্গ,
কপিরাইট লঙ্ঘন এবং ব্যক্তিগত
গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে
অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সে
চার্জ শেষ করে দেয়া হয়।
৬. তারপর জুকারবার্গ অন্য আরেকটি
ওয়েব সাইটের জন্য কোড লেখা শুরু
করেন, তারপরেই ২০০৪ সালে
‘Thefacebook’ (দ্যা ফেসবুক) চালু করা
হয়েছিল
৭. প্রাথমিকভাবে দ্যা ফেসবুক
শুধুমাত্র হার্ভার্ড ছাত্রদের জন্য
সীমাবদ্ধ ছিল। ২০০৬ সালের ২৬
সেপ্টেম্বর থেকে ফেসবুক সবার জন্য
খুলে দেওয়া হয়।
ধন্যবাদ

No comments:
Write comments

Categories