Friday, January 15, 2016

ফটোশপ প্রেমিদের জন্য ১১৭টি ব্রাশের অসাধারণ একসেট HD রক্তের ব্রাশ-প্যাক !!

বিসমিল্লাহীর রহমানীর রাহীম
আমরা যারা গ্রাফিক্স ডিজাইন করি তাদের কাছে অনেক পছন্দের একটি জিনিস হলো ব্রাস দিয়ে ছবির সৌন্দর্য্য আরো বাড়িয়ে তোলা। এর পেছনে মূল কারণ হলো সময় বাঁচানো। মূলত ব্রাস দিয়ে যে কেউ খুব সহজেই তৈরী করে ফেলতে পারেন অসাধারণ কিছু ছবি যা অন্য সবাইকে মুগ্ধ তুলতে পারে নিমিষেই। আর তাই আপনাদের সাথে আজ একটা অসাধারণ হাইডেফিনেশন (১২৫০ পিক্সেল) রক্তের ব্রাশ সাথে শেয়ার করছি। মূলত এই ব্রাশটি ১১৭ টি ব্রাশ সম্বলিত একটি স্বয়ংসম্পূর্ণ ব্রাশ প্যাক যার অসাধারণ সব রক্তের ইফেক্ট-এর মাধ্যমে আপনি যে কোন প্রকারের ওয়েলপেপার মুর্হূত্বেই চোখের সামনে তৈরী করে ফেলতে পারবেন। আর সাভারের দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত শোকাহত, তাই আজকের আমাদের ব্রাকগ্রাউন্ড ইমেজটির রক্তের ইফেক্টগুলো এই ব্রাশটির মাধ্যমেই তৈরী করা হয়েছে। আচ্ছা এবার আসুন ব্রাশগুলোর কিছু ঝলক দেখা যাক ::


কি ভাবছেন?? ব্রাশগুলো অসাধারণ?? তাহলে দেরী করছেন কেন? ডাউনলোড করেই লুফে নিতে পারেন এই অসাধারণ ব্রাশ প্যাক-টি। ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লীক করুন।

যেভাবে ব্যবহার করবেন :

১. প্রথমে ফাইলটি ডাউনলোড করুন।
২. ফাইলটি Extract করুন। সেখানে Dried Blood Splatters (1250 pixels).abr নামে একটি ফাইল দেখতে পাবেন।
৩. ফাইলটি কপি করুন এবং ফটোশপ যেখানে সেটআপ দিয়েছেন সেখানে যান। তারপর Presets ফোল্ডার থেকে Brushes ফোল্ডারের মধ্যে ফাইলটি Past করে দিন।
৪. এবার আপনার Photoshop চালু করুন। ব্রাশ টুল নিন এবং নিচের ছবিটি অনুসরণ করুন :

৫. ব্যাস! এবার ব্রাশগুলো ব্যবহার করুন আপনার মনের মত করে :)

2 comments:
Write comments
  1. আপনাকে অনেক ধন্যবাদ। এ ধরনের কিছু একটা আমি অনেকদিন যাবত খুজতে ছিলাম। কিন্তু মন মতো পাইনি। আজ আপনার কাছ থেকে পেলাম।

    ReplyDelete
  2. ধন্যবাদ,ব্রাশগুলো ডাউনলোড করলাম।

    ReplyDelete

Categories