Thursday, January 14, 2016

১২টি ব্যাপার যা জিন্স অপছন্দকারী নারীরাই বুঝবেন

১২টি ব্যাপার যা জিন্স অপছন্দকারী নারীরাই বুঝবেন










জিন্স পরতে অনেকে যেমন পছন্দ করে, তেমনি অনেকের কাছে তা চরম অপছন্দের জিনিসও বটে। এমন ১২ টি ব্যাপার উল্লেখ করা হল যা কেবল জিন্স অপছন্দকারী নারীরাই বুঝবেন।

১। পদাবরণ নিয়ে আপনি বেশ রক্ষণশীল। 

২। সবাইকে আপনি এটা বলে বেড়ান যে, চিকন জিন্স আপনাকে অকর্মক্ষম করে দিতে পারে। 

৩। আপনি জিন্স পরেন না মানেই আপনি চাইলে যত ইচ্ছা খেতে পারেন এবং পা থেকে মাথা পর্যন্ত         আপনার কখনও চিন্তা করার দরকার হয় না। 

৪। আপনি যখন জিন্স পরতেন তখন প্রত্যেকেই আপনার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকত। 

৫। আপনার মনে হতো পুরো দিন আপনি যেন এক বেড়াজালে আটকে আছেন। 

৬। আপনার কাছে স্ট্যাটাস, পোশাক এবং পদাবরণের জন্য খুব সুন্দর একটি সংগ্রহ রয়েছে। 

৭। কিন্তু আপনি কেবল এক জোড়া জিন্সই পরিধান করে থাকেন। 

৮। আপনি শেষ পর্যন্ত জেগিংস (নারীদের জন্য টাইট-ফিট স্ট্রেচ প্যান্ট) পরেই খুশি। কারণ আপনি    
      পরেছেন জেগিংস, আর অন্যরা ভাবছে জিন্স। 

৯। যখন আপনি বাসায় পৌঁছান, তখন পোশাক পরিবর্তন করতে আপনি মোটেও তাড়াহুড়া করেন           না। কারণ আপনি এখনও আপনার জন্য আরামদায়ক পোশাকেই আছেন। 

১০। সকাল বেলা জিন্স পরার জন্য আপনাকে এখন আর জাম্পিং ড্যান্স দিতে হয় না। 

১১। আপনাকে সঠিক জিন্সটি পছন্দ করার জন্য এখন আর চিন্তা করতে হয় না, কারণ আপনি এখন জিন্সই পরেন না। 

১২। আপনি নিজের ইচ্ছা মতই পদাবরণ বেছে নিয়েছেন এবং দিন দিন জিন্স থেকে দূরে সরে যাচ্ছেন।

No comments:
Write comments

Categories