Friday, January 15, 2016

জিমেইলের স্টোরেজ বাড়াতে চান

জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোসের মতো ফিচার ব্যবহারের জন্য একজনকে বিনামূল্যে ১৫ গিগাবাইট স্টোরেজ সেবা দেয় গুগল। তবে অনলাইনে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় মেইলের আদান-প্রদানের পরিমান বাড়ছে। ফলে জিমেইল স্টোরেজ নিয়ে বিপাকে পড়তে হয় অনেককে।
এমন ক্ষেত্রে জিমেইল থেকে অপ্রয়োজনীয় মেইলগুলো ডিলেট করে স্টোরেজ বৃদ্ধি করা যাবে। এ ছাড়া অন্যদের পাঠানো মেইলগুলোও স্টোরেজের বড় অংশ দখল করে রাখে।
logo-big
চাইলে জিমেইল থেকে সার্চ করে যে কোনো আকারের ফাইল ইনবক্স থেকে ডিলেট করা যায় অনায়াসে। কিভাবে কাজটি করতে হয় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে জিমেইলে লগইন করতে হবে।
তারপর  ইনবক্সে প্রবেশ করে উপরের দিকে সার্চ অপশনের নিচের থাকে অ্যারো বাটন ক্লিক করতে হবে।
তাহলে কাস্টমস সার্চের অপশনটি চালু হবে।
এর নিচের দিকে ‘size’ অপশনটিতে গিয়ে ফাইল সাইজ নির্ধারণ করে দিতে হবে। পাশেই রয়েছে মেগাবাই, কিলোবাইট নির্ধারণের সুবিধা।
উপরে সার্চ বারে লিখতে হবে has:attachment। এরপর সার্চে ক্লিক করতে হবে।
তাহলে ফাইলগুলোর মেইল প্রদর্শিত হবে। এরপর সেগুলো বাছাই করে অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করলে স্টোরেজ বাড়বে। পয়সা খরচ করে আর জায়গা কিনতে হবে না।

1 comment:
Write comments
  1. ভালো বুদ্বি দিয়েছেন তবে, প্রয়োজনিয় ফাইল দ্বারা গুগল ড্রাইভ পরিপুর্ন হলে সে ক্ষেত্রে জায়গা বাড়ানোর উপায় বলুন।

    ReplyDelete

Categories