মুক্তিযুদ্ধ নিয়ে গেইম ‘heroes of 71: retaliation’ তৈরি, উন্নয়ন ও মার্কেটিং করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবনী প্রকল্প থেকে ২০ লাখ টাকা অনুদান পেয়েছে। ‘হিরোজ অব ৭১ : রিটেলিয়েশন’ এর সফলতার ধারাবাহিকতায় গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিস গেইমটির সিক্যুয়াল ২৬ মার্চ গুগল প্লে-স্টোরে উন্মোচন করছে। বুধবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে সংবাদ সম্মেলন করে গেইমটির উন্মোচন তারিখ ঘোষণার পাশাপাশি অনুদানের চেক হস্তান্তর করেছে আইসিটি বিভাগ। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের উদ্ভাবনী প্রকল্প থেকে ২০১৫-১৬ অনুদান অর্থবছরের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন। জুনাইদ আহমেদ পলক বলেন, বিশ্বে এখন ১০০ বিলিয়ন ডলারের গেইমের বাজার রয়েছে। সেই বাজার ধরার জন্য দেশে অ্যাংরি বার্ডস, ক্ল্যাশ অব ক্লানের মতো বিশ্বখ্যাত গেইম তৈরি করতে হবে। আর তাদের জন্য সবসময় আইসিটি বিভাগ সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত আছে। পলক বলেন, ২০২১ সালের মধ্যে এক হাজার উদ্ভাবনী প্রকল্পে আইসিটি বিভাগ সহায়তা করবে। এর আগে বেশ কয়েকটি উদ্ভাবনী প্রকল্পে অনুদান দিয়েছে আইসিটি বিভাগ। এখন পর্যন্ত গেইমটি শুধু Heroes of 71 Full Game Android Version গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। একটি পক্ষের জন্য গেইমটি ‘ক্ষতিকর’ বিবেচনায় অ্যাপলের আই্ওএস প্লাটফর্মে দেওয়া সম্ভব হয়নি। তবে অল্প কিছুদিনে মধ্যে উইন্ডোজ প্লাটফর্মে গেইমটি পাওয়া যাবে বলে বলেন পোর্টব্লিসের ব্যবস্থাপনা পরিচালক সাফায়াত লতিফ। হিরোজ অব ৭১ গেইমটি ইতোমধ্যে প্রায় চার লাখ ডাউনলোড হয়েছে। আর খেলেছেন প্রায় সাত লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। এর আগে ‘মুক্তিযুদ্ধ ৭১’ নামে আরেকটি গেইম আইসিটি বিভাগের উদ্ভাবনী প্রকল্প থেকে প্রায় ১০ লাখ টাকার অনুদান পায়। তবে গেইমটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। অ্যান্ড্রয়েড ভার্সনে নির্মিত গেইমটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে পাঁচ হাজারেরও কম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিসি নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, পোর্টব্লিসের প্রধান নির্বাহী মাশা মুস্তাকিমসহ আরও অনেকে।
Wednesday, March 30, 2016
heroes of 71: retaliation পেল ২০ লাখ টাকার অনুদান
মুক্তিযুদ্ধ নিয়ে গেইম ‘heroes of 71: retaliation’ তৈরি, উন্নয়ন ও মার্কেটিং করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবনী প্রকল্প থেকে ২০ লাখ টাকা অনুদান পেয়েছে। ‘হিরোজ অব ৭১ : রিটেলিয়েশন’ এর সফলতার ধারাবাহিকতায় গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিস গেইমটির সিক্যুয়াল ২৬ মার্চ গুগল প্লে-স্টোরে উন্মোচন করছে। বুধবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে সংবাদ সম্মেলন করে গেইমটির উন্মোচন তারিখ ঘোষণার পাশাপাশি অনুদানের চেক হস্তান্তর করেছে আইসিটি বিভাগ। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের উদ্ভাবনী প্রকল্প থেকে ২০১৫-১৬ অনুদান অর্থবছরের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন। জুনাইদ আহমেদ পলক বলেন, বিশ্বে এখন ১০০ বিলিয়ন ডলারের গেইমের বাজার রয়েছে। সেই বাজার ধরার জন্য দেশে অ্যাংরি বার্ডস, ক্ল্যাশ অব ক্লানের মতো বিশ্বখ্যাত গেইম তৈরি করতে হবে। আর তাদের জন্য সবসময় আইসিটি বিভাগ সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত আছে। পলক বলেন, ২০২১ সালের মধ্যে এক হাজার উদ্ভাবনী প্রকল্পে আইসিটি বিভাগ সহায়তা করবে। এর আগে বেশ কয়েকটি উদ্ভাবনী প্রকল্পে অনুদান দিয়েছে আইসিটি বিভাগ। এখন পর্যন্ত গেইমটি শুধু Heroes of 71 Full Game Android Version গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। একটি পক্ষের জন্য গেইমটি ‘ক্ষতিকর’ বিবেচনায় অ্যাপলের আই্ওএস প্লাটফর্মে দেওয়া সম্ভব হয়নি। তবে অল্প কিছুদিনে মধ্যে উইন্ডোজ প্লাটফর্মে গেইমটি পাওয়া যাবে বলে বলেন পোর্টব্লিসের ব্যবস্থাপনা পরিচালক সাফায়াত লতিফ। হিরোজ অব ৭১ গেইমটি ইতোমধ্যে প্রায় চার লাখ ডাউনলোড হয়েছে। আর খেলেছেন প্রায় সাত লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। এর আগে ‘মুক্তিযুদ্ধ ৭১’ নামে আরেকটি গেইম আইসিটি বিভাগের উদ্ভাবনী প্রকল্প থেকে প্রায় ১০ লাখ টাকার অনুদান পায়। তবে গেইমটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। অ্যান্ড্রয়েড ভার্সনে নির্মিত গেইমটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে পাঁচ হাজারেরও কম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিসি নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, পোর্টব্লিসের প্রধান নির্বাহী মাশা মুস্তাকিমসহ আরও অনেকে।
No related post available
Next
Prev Post
Prev Post
Previous
সুস্বাদু ফিশ কালিয়া
সুস্বাদু ফিশ কালিয়া
About Unknown
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments