আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন!আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় ভালই আছি।আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই কাঙ্খিত Greenify অ্যাপ এর আনরুটেড ভার্সন যা দিয়ে এন্ড্রয়েডের ব্যাটারি লাইফ আগের থেকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন!!এত দিন শুধু রুট ইউজার রাই কেবল Greenify অ্যাপটি ব্যবহার করতে পারতেন,এন্ড রুটেড অ্যাপ্সগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপের মধ্যে এই Greenify অন্যতম।এর মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড এ চলা অ্যাপ গুলোকে হাইবারনেট করে Ram & Battery দুটোই সেভ করতে পারবেন।
.
যেহেতু এটি আনরুটেড ভার্সন সেহেতু রুট+আনরুট সবাই ই ব্যবহার করতে পারবেন।তবে এটি সরাসরি Greenify অ্যাপের অফিসিয়াল আনরুট ভার্সন নয় বরং এটি রুটেড Greenify এর থিম অনুসারে আনরুট দের জন্য তৈরি করা হয়েছে।যদিও এর ফিচার গ্রিণিফাই থেকে কম তথাপি এটি বেশ ভাল ব্যাটারি সেভ করে,যা আপনাকে প্রকৃত গ্রিণিফাই এর ই স্বাদ দিবে!এন্ড এর ইউজার ইন্টারফেস বা ব্যবহার পদ্ধতিও বেশ সহজভাবে দেয়া রয়েছে!অ্যাপটির নাম হচ্ছে Greenified!!!তো আর দেরি কেনো?!! এখনি ডাউনলোড করে নিন Greenify এর আনরুট ভার্সন অ্যাপ Greenified
.ডাউনলোড লিংক
No comments:
Write comments