Monday, January 25, 2016

নিয়ে যান Clash of Clans এর HD THEME সকল এন্ড্রয়েড ব্যবহার কারীদের জন্য।

Unnamed

নিয়ে যান Clash of Clans এর HD THEME সকল এন্ড্রয়েড ব্যবহার কারীদের জন্য।

সবাই খালি এপস রিভিও দেয়। আজ ট্রিকবিডিতে Themes Review Category তে পোস্ট দেখলাম খুব কম।
তাই Decide করলাম প্রতি সপ্তাহে অন্তত একটি Theme শেয়ার করব তাও আবার এইচডি।
থিমস ব্যাপারে কারও ওতটা আগ্রহ নেই। তবে যারা Clash of Clans খেলেন তারা এই থিমসটা অবশ্যই লাগাবেন।
আর হ্যাঁ, একটা সমস্যা আছে।
আপনি ডিফল্ট লান্চারে এই থিমস ব্যবহার করতে পারবেন না। (আজ পর্যন্ত কেউ পারেনি)
তবে যেসব Launcher এই থিমস সাপোর্ট করে তা দেখে নিন।
*** Apex Launcher ***
*** Nova Launcher ***
*** Holo Launcher ***
*** ADW Launcher ***
আপনার উপরের যেকোনো একটা লান্চার থাকলেই চলবে।
তবে আমার দেখা সবচেয়ে ফাস্ট লান্চার হলো Nova Launcer – ডিফল্ট এর চেয়েও ফাস্ট।
তো ঋটপট ডাউনলোড করে ফেলুন Clash of Clans Theme HD আর মেতে উঠুন HD এর দুনিয়ায়।
এ Launcher এর ভিতরে রয়েছে 5টি ওয়ালপেপার।
দেখে নিন কয়েকটা।

ধন্যবাদ।

No comments:
Write comments

Categories