ফায়ার ফক্সের নির্মাতা মোজিলা গ্রুপ এক ঘোষণায় জানিয়েছে, স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে ফায়ার ফক্স বন্ধ হতে যাচ্ছে। এক বিবৃতিতে মোজিলা জানায়, স্মার্টফোনে গ্রাহক আকর্ষণে ব্যর্থ হয়েছে। শত শত স্বেচ্ছাসেবকের সহযোগিতায় দারুণ একটি সফটওয়্যার ও চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল কিন্তু বাণিজ্যিকভাবে স্মার্টফোনে মোজিলার লাভ হয়নি।আর এজন্যই ফায়ার ফক্স ওএস ২.৬ সংস্করণের পর আর স্মার্টফোনের জন্য কেনো হালানাগাদ আনা হবে না। মে মাসের পর থেকে ফায়ার ফক্স ওএসের সঙ্গে কোনো মোজিলা কর্মীর সংশ্লিষ্টতা থাকবে না। ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যার হিসেবে মোজিলা ডেভেলপার কমিউনিটি এই সফটওয়্যার তৈরি করে।
সুত্রঃ টেকপ্রিয়
No comments:
Write comments