Monday, January 25, 2016

এইবার এন্ড্রয়েড এপ ডিবাগ করুন ওয়াইফাই এর মাধ্যমে – Debug your android app over wifi

Android-dev-debug over wifi

আসসালামুআলাইকুম …
আজ এমন একটা জিনিষ নিয়ে হাজির হলাম যেটা এন্ড্রয়েড এপ ডেভেলপার দের প্যারা অনেকাংশে কমাতে সাহায্য করবে…
প্রথমেই Debug(ডিবাগ) সম্পর্কে বলে নেই… এটার মানে হলো কোন জিনিষ এর ভিতর বাগ(bug) বা সমস্যা বের করা
যারা এন্ড্রয়েড এপ ডেভেলপ করেন তারা হয়তো জানেন ডিবাগিং কেমন প্যারাময় একটা জিনিষ -_-
একটা এপ এ নতুন কিছু এড করলেই ডিবাগ করে(এপ রান করে) দেখা লাগে এপ বেঁচে আছে নাকি ইন্তেকাল করছে :3
ডিবাগ করতে USB ক্যাবল লাগে যেটা প্যারার ধনাত্নক প্রভাবক হিসেবে কাজ করে… বারা বার USB খুজা,USB কেবল লাগানো,কানেকশন আছে নাকি চ্যাক করা… এক কথায় সেই লেভেল এর প্যারা :3
আপনাদের এইসব প্যারা থেকে মুক্ত করতেই আজকের এই পোষ্ট…

ওয়াইফাই এর মাধ্যমে ডিবাগ করতে যা যা লাগবেঃ

১।আপনার ফোন রুট করা হতে হবে।
২।আপনার কম্পিউটার এবং মোবাইল একই ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্টেড হতে হবে।

যদি আপনার উপরের দুইটা জিনিষ ই আগে থেকে করা থাকে তাহলে চলুন সামনের দিকে আগাই… প্রথমেই নিচ থেকে এপ টা ডাওনলোড করুন…
তারপর এপ টা চালু করুন… রুট পারমিশন চাইলে পারমিশন দিন।
এখন এপ এর মাঝখানের সুইচ টা ডান দিকে নিলে একটা আইপি পাবেন
wifi adb ip
এখন আপনার কম্পিউটার এর Run গিয়ে (Windows+R) লিখুন “cmd” এবং enter press করুন
এবার একটা কালো টার্মিনাল পাবেন সেখানে লিখুন “adb connect 10.12.13.108:5555” [এখানের 10.12.13.108:5555 এর জায়গায় Wifi ADB এপ টা আপনাকে যে আইপি দিবে সেই আইপি দিবেন]
connected to “your ip” দেখতে পাবেন… ব্যস কাজ শেষ 😀
adb over wifi

এবার “Eclipse” ,”Android Studio” অথবা এন্ড্রয়েড ডেভেলপ এর জন্য আপনি যে এপ ব্যবহার করেন সেই এপ এর “Emulator” লিষ্ট এ আপনার ডিভাইস দেখতে পাবেন এবং কোন ডাটা কেবল ছাড়াই এপ ডিবাগ করতে পারবেন আরামসে 😀 😀

No comments:
Write comments

Categories