Friday, January 15, 2016

ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি



নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। যে কেউ চাইলেই এর একাউন্ট খুলতে পারে। কিন্তু যে কেউ চাইলে সহজেই এর একাউন্ট ডিলিট করতে পারে না। আজ আমরা ফেসবুক আইডি স্থায়ী ভাবে ডিলিট করা সম্বন্ধে জানবো।
ফেইসবুকের একাউন্ট সেটিং থেকে Deactivate করা যায় কিন্তু স্থায়ী ভাবে ডিলিট করা যায় না।
যদি কোন কারনে একাউন্ট স্থায়ী ভাবে ডিলিট করতে হয় তবে এই লেখাটি আশা করি আপনার উপকারে দিবে।
ভয় নেই কাজটি করার সাথে সাথে ডিলিট হবে না। আপনাকে আরও ১৪ দিন সময় দেওয়া হবে ভেবে দেখার যে আসলেই ডিলিট করবেন কিনা।
এখন আপনি যদি ফেইসবুক একাউন্ট ডিলিট করে চান তবে এই টিপসটি পড়ুন এবং যা করতে বলা হয় তাই করুন।
ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি –
১) ডিলিট করার আগে আরো একবার ভেবে দেখুন আসলেই ফেইসবুক একাউন্ট ডিলিট করার প্রয়োজন আছে কিনা!
২) যদি না ভাবতে পারেন তাও সমস্যা নাই, Submit করার পর আরো ১৪ দিন সময় পাবেন ভাবার জন্য, আর ১৪ দিনের মধ্যে যে কোন দিন আপনি আপনার একাউন্ট লগইন করলেই ডিলিট হবে না।
৩) ফেইসবুক একাউন্ট ডিলিট করার জন্য আপনাকে যা করতে হবে তা হল – ফেইসবুকে লগইন করার পর ব্রাউজারের এড্রেসবারে নিচের লিংকটি কপি করে পেস্ট করুন বা লিখুন।
http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account
৪) তারপর যা আপনার জন্য অপেক্ষা করবে তা হবে নিম্ন রূপ –
Submit বাটনে ক্লিক করার পর আপনা ১৪ দিন অপেক্ষা করতে হবে ডিলেট হওয়ার জন্য। এই সময়ের মাঝে আপনি যদি লগইন করেন তবে একাউন্ট ডিলিট হবে না।

No comments:
Write comments

Categories