Friday, January 15, 2016

২০১৬ সালে অ্যাপলের চমক

সামনে আসছে নতুন বছর আর প্রযুক্তি বাজারেও বইছে নতুন বছরের বিভিন্ন চমকের হাওয়া। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতো করে ব্যবহারকারীদের চমকে দেয়ার জন্য নানা রকম নতুন নতুন প্রযুক্ত সম্বলিত ডিভাইস প্রযুক্তি বাজারে আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। অ্যাপলও ব্যতিক্রম নয়। প্রতি বছরই ব্যবহারকারীরা অ্যাপল থেকে চমৎকার সব চমক পেয়ে থাকেন এবং এবছরেও এর ব্যতিক্রম হবে না। আর তাই এবছর অ্যাপল থেকে আমরা কী কী চমক পেতে পারি তা নিয়েই সাজানো হয়েছে আজকের পর্বটি। চলুন, শুরু করা যাক।

নতুন আইফোন


সামনের বছর অ্যাপলের কাছ থেকে আপনি পেতে যাচ্ছেন নতুন আরও একটি আইফোন, আইফোন ৭। ইতোমধ্যেই এ নিয়ে আপনি অনেক খবর বা প্রতিবেদন দেখেছেন নিশ্চয়ই। যাই হোক, এখনই পুরোপুরি বলা আমার বা কারও পক্ষেই সম্ভব নয় যে কী কী থাকছে নতুন এই আইফোনে তবে গত বছর অ্যাপল আমাদের যে নতুন ত্রিমাত্রিক টাচ প্রযুক্তির পরিচয় করিয়ে দিয়েছিল তা নিশ্চয়ই এই ডিভাইসটিতে আপনি পাবেন, এবং আশা করাই যায় বেশ নতুন ভাবেই পাবেন। এছাড়াও অনেক প্রযুক্তিবিদই মনে করছেন এই আইফোন ৭ ডিভাইসটিকে অনেকটা বর্তমান অ্যান্ড্রয়েডের কিছু ফিচার নিয়েই তৈরি করা হবে যেমন – ওয়্যারলেস চার্জিং, ২কে ডিসপ্লে, চমৎকার এবং বড় সেন্সর যুক্ত ক্যামেরা এবং অবশ্যই ১৬ গিগাবাইট মডেল। আর এমনটাই যদি হয় তবে আইফোন ৭ হতে যাচ্ছে অনেকের স্বপ্নের আইফোন ডিভাইস।

ম্যাকবুক সমাপ্তি 


অনেকদিন ধরেই ম্যাকবুক এয়ারের কোন মেজর আপডেট পাওয়া যাচ্ছে না প্রতিষ্ঠানটি থেকে আর নতুন ম্যাকবুক এয়ারেও উল্লেখযোগ্য কোন পরিবর্তনও লক্ষ্য করা যায়নি। তাই অনেক প্রযুক্তিপ্রেমিই মনে করছেন অ্যাপল ২০১৬ সালে ম্যাকবুকের উপর খুব একটা ফোকাসড থাকবে না, বরং প্রতিষ্ঠানটি তাদের অন্যান্য ডিভাইস নিয়েই মাথা ঘামাবে।

অ্যাপল ওয়াচ ২


এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠানই ‘পারফেক্ট স্মার্টওয়াচ’ তৈরি করতে সক্ষম না হলেও অ্যাপল কিছুটা হলেও সবার থেকে এগিয়ে আছে তাদের অ্যাপল ওয়াচের মাধ্যমে। এবছরেও সম্ভবত প্রতিষ্ঠানটি প্রযুক্তি বাজারে প্রকাশ করতে যাচ্ছে তাদের অ্যাপল ওয়াচ ২ যাতে থাকবে নিত্য নতুন প্রযুক্তি। অনেকেই ধারণা করছেন নতুন এই ওয়াচে বেশ কিছু সেন্সর থাকবে তবে এখনই এসম্পর্কে কেউই নিশ্চিত নন।

আইপ্যাড এয়ার ৩ 


২০১৬ সালে অ্যাপলের নতুন চমক হিসেবে আইপ্যাড এয়ার ৩ ডিভাইসটিকেও আমরা পেতে পারি। অনেক দিন ধরেই আমরা কিন্তু প্রতিষ্ঠানটির সেরা ট্যাবলেট ইউনিটে কোন রকম আপডেট পাচ্ছিনা আর এ থেকে অনেক প্রযুক্তিবোদ্ধাই ধরে নিচ্ছেন যে আগামী বছর অ্যাপল এই আইপ্যাড এয়ার ৩ এর মাধ্যমেই সবাইকে চমক দেখাবে।
আইপ্যাড এয়ার ৩ নিয়ে বিভিন্ন রকম গুজবও শোনা যাচ্ছে ইতোমধ্যেই আর যদি এসব গুজব সত্যি প্রমাণিত হয় তবে ইতিহাস অনুযায়ী এই আইপ্যাড ৩ ডিভাইসটি হবে আরও হালকা-পাতলা, স্লিম এবং অবশ্যই শক্তিশালী একটি ট্যাবলেট।

স্ট্রিমিং টিভি


অনেক দিন ধরে এসম্পর্কিত অনেক গুজব শোনা গেলেও এখন পর্যন্ত অ্যাপল থেকে স্ট্রিমিং টেলিভিশন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি বলেই আমি জানি। তবে এবছর সম্ভবত প্রতিষ্ঠানটি প্রযুক্তি বাজারে তাদের স্ট্রিমিং টেলিভিশন প্রযুক্তি বাজারে আনতে যাচ্ছে। অনেকেই এই ডিভাইসটি সম্পর্কে অনেক রকম মত প্রকাশ করছেন তবে প্রতিষ্ঠানটি থেকে কোন প্রকার তথ্য না পাওয়া পর্যন্ত এসম্পর্কে তেমন কিছুই বলা সম্ভব নয়।

No comments:
Write comments

Categories